সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫

১=২ (এক সমান দুই) !!!!!

ধরি,
x = y [যেখানে, x ও y উভয়ই পূর্ণ সংখ্যা]
বা, xy = y² [উভয় পক্ষকে y দ্বারা গুণ করে]
বা, xy-x² = y²-x² [উভয় পক্ষ হতে x² বিয়োগ করে]
বা, x²-xy = x²-y² [উভয় পক্ষকে (-) দ্বারা গুণ করে]
বা, x (x-y) = (x+y) (x-y)
বা, x = x+y
বা, x = x+x [যেহেতু, আমরা ধরেছিলাম, x=y]
বা, x = 2x
বা, 1 = 2

অতএব, 1=2



নোটঃ আমরা সবাই ১=২ এর প্রমাণটা দেখলাম/ শিখলাম। কিন্তু, ১=২ কি আসলেই সম্ভব? না, ১=২ কখনই সম্ভব নয়। তাহলে একটু আগে আমরা যেই প্রমাণটি করলাম, সেটি কি ভুল? হ্যাঁ, অবশ্যই ভুল। প্রমাণটির একটি লাইনে ভুল রয়েছে। সেই লাইন কোনটি? আপনারা এই প্রমাণের ভুল খুঁজে বের করুন। কারণ, গণিতের ভুল বের করার মজাই আলাদা। যে ভুল ধরতে পারবেন, সে কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলটি ধরিয়ে দিন। ১ম ১০ জন ভুল ধরতে সক্ষম না হলে, তারপর আমি আপনাদেরকে ভুলটি দেখিয়ে দিব। তাই, ভুল না ধরতে পারলেও, কমেন্ট করে আমাকে জানান।

1 টি মন্তব্য:

  1. "বা, x²-xy = x²-y² [উভয় পক্ষকে (-) দ্বারা গুণ করে]
    বা, x (x-y) = (x+y) (x-y)''

    এই লাইনটাতেই ভুল । কারণ যেহেতু x=y সেহেতু x^2-y^2 = x^2-x^2 = 0 হবে ।

    সেক্ষেত্রে , x^2-xy=0 বা, x^2=xy বা, x^2 = x^2 (অতএব,x=y) বা, 1=1 ! :D

    আবার x-y=x-x=0 । সেক্ষেত্রে x(x-y)=(x+y)(x-y) সমীকরণটির উভয় পক্ষ থেকে x-y বাদ দেয়া সমভব নয় । কারণ x-y এর মান ০ এবং উভয়পক্ষকে ০ দিয়ে ভাগ করলে ফলাফল Math Error ! :p

    উত্তরমুছুন